সিরাজগঞ্জের দর্শনীয় স্থান

 


সিরাজগঞ্জ জেলায় বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে।যেখানে এ জেলার এবং জেলার বাহিরেন অনেক মানুষের অবসর কাটানোর জন্য আসে।এসব দর্শনীয় স্থানের মধ্যে সিরাজগঞ্জ ক্রসবার বা (চায়না বাঁধ)।সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ(হার্ড পয়েন্ট),যমুনা সেতু ও যমুনা ইকো পার্ক, শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি,হযরত মখদুম শাহদৌলার মাজার,ঐতিহ্যবাহী ইলিয়ট সেতু,নবরত্ন মন্দির, ধুবিল কাটার মহল জমিদার বাড়ি,ঝাঐল রেল সেতু ইত্যাদি উল্লেখযোগ্য।

Comments

Post a Comment

Popular posts from this blog

পরবর্তী প্রজন্মের জন্য টেকসই পৃথিবী রেখে যেতে হবে : প্রধান উপদেষ্টা

Dunki movie

Spiderman